ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
৮৯৪

‘ভোট ডাকাতি’ আড়াল করতেই বিজয় উৎসব : ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৬ ১৯ জানুয়ারি ২০১৯  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, ‘ভোট ডাকাতি’ আড়াল করতেই বিজয় উৎসব নামে ক্ষমতাসীনদের এই কর্মসূচি।

 

ভোটের ১৯ দিন পর বিজয় উদযাপনে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসমাবেশ করছে।

 

এদিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউ রহমানের কবরে ফুল দেওয়ার পর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের বিজয় উৎসব নিয়ে কথা বলেন মির্জা ফখরুল।

 

তিনি বলেন, ৩০ ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। কারণ তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

‘এই উৎসব হচ্ছে তাদের (আওয়ামী লীগ) যে পরাজয়, তা ঢেকে দেয়ার জন্য, মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য।’

 

ফখরুল বলেন, গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের কোনো শ্রদ্ধা নেই। গণতন্ত্র তারা মুখে বলে কিন্তু বিশ্বাস করে না। অতীতে ১৯৭৫ সালে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলো সমস্ত রাজনৈতিক দলকে নিযিদ্ধ করে দিয়ে, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়ে।

এদিকে ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির কোনো টানাপড়েন সৃষ্টি হয়েছে কি না- প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের কথা সবসময় আসে, আর আপনাদের বিভিন্ন রকম চমৎকার চমৎকার সমস্ত স্টোরির মধ্য দিয়ে বিভিন্ন রকমের স্টোরি আসে। আমাদের মধ্যে কোনো টানাপড়েন নেই। ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোট আছে’

বিএনপির ভেতরে কোনো টানাপড়েন আছে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোনো টানাপড়েন নাই। বিএনপি ইউনাউটেড অ্যাজ ইট ইজ।”